সর্বশেষঃ

দৌলতখানে জ্বিন খনকার দিয়ে টিউমার অপারেশন ॥ হাসপাতালে-৪

ভোলার দৌলতখানে ভন্ড প্রতারক খনকারের খপ্পরে পড়ে টিউমার অপারেশন করে আশঙ্কাজনক অবস্থায় ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হচ্ছেন দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আমির হোসেন এর ছেলে মন্নান (৪৫), হারুন এর স্ত্রী ইয়াসমিন (৩০), সবুজ এর স্ত্রী ফাহিমা (৩০) ও কয়সর আহমেদের ছেলে নুরুল ইসলাম মাঝি (৫০)।
চিকিৎসা নেয়া ভুক্তভোগী রোগীরা জানান, শুক্রবার বিকেলে চাঁদপুরের জামাল খানকার এসে কয়েক মিনিটের মধ্যেই টিউমার ভাল করে দেন এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। তখন জামাল খনকার ইনজেকশন করে মন্নানের হাতের উপরের অংশের টিউমার, ফাহিমার গলার টিউমার, নুরুল ইসলামের হাটুর টিউমার, ইয়াসমিনের হাতের কব্জির টিউমার কেটে সেলাই করে কিছু ঔষদ লিখে দেয়। এরপর রোগী প্রতি ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়ে চলে যান।
তিনি চলে যাওয়ার পর রোগীরা অসুস্থ হয়ে পড়লে মন্নান ও ফাহিমাকে দৌলতখান হাসপাতালে আনা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেণ। অন্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।