নিরাপদ বৃদ্ধাশ্রমের সাথে ‘লাস্ট ড্রেস বাই শওকত’র চুক্তি স্বাক্ষর
ভোলায় ৫০জন অতিদরীদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ইলিশ মাছ ও উপকরন বিতরণ
ভোলায় ইলিশ প্রক্রিয়াজাত করার মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরীর জন্য অতি দরীদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে ইলিশমাছ ও প্রক্রিয়াজাত করার জন্য লবন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের মৎস্য ও প্রাণীসম্পদ ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৩ অক্টোবর শনিবার সকালে ভোলার মাঝের চর সহ বিভিন্ন এলাকার ৫০ জন অতি দরীদ্র পরবিারে মাঝে এ গুলো বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ পরিচালক আহসান উল্লাহ, সহকারী পরিচালক কৃষিবিদ আনিছুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম ও পরানগঞ্জ শাখা ইনচার্য মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।