বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষকালব্যাপী কার্যক্রমের ৫০তম আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষকালব্যাপী বিভিন্ন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানের ৫০তম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি হোসনে আরা চিনু এর সভাপতিত্বে শুভেচ্ছ বক্তব্য রাখেন, অধ্যাপক জিনাত রেহনা। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা লিগ্যাল এইড সম্পাদক বিলকিস জাহান মুনমুন, ভোলা জেলা মহিলা পরিষদের অর্থ সম্পাদিকা লায়লা আরজুমান ভানু, সহ সম্পাদক হাসিনা বেগম, সদস্য খাজিদা আক্তার রুম্পা, রনক জাহান সোমা, মর্জিনা বেগম প্রমুখ। সংগঠনের একাধিক সদস্য মৃত্যু বরন করায় অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন সদস্য কাজি জোহরা ডালিয়া।