ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটির অনুমোদন

ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নব কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সহ-সভাপতি ফরিদ মোল্লা, মনির, শামিম ওসমান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিজভী খান। এ কমিটির অনুুমোদন দেন দ্বীপবন্ধু ভোলা-৩ আসনের মাননীয় এমপি ও ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র ছাত্রী কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
কমিটির অন্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওবায়েদ, মেহেদি জাবের, সাংগঠনিক সম্পাদক আবু তালহা। সদস্য নির্বাচিত হয়েছেন- মোরশেদ আলম সুজন ও মেহেদী হাসান। নতুন কমিটির পক্ষ থেকে এমপি শাওনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সদস্যদের উদ্দেশ্য করে এমপি শাওন বলেন, তোমরা সবসময় শিক্ষকের উপদেশ মেনে চলবে। কারণ শিক্ষক তোমাদের গুরুজন এবং অভিজ্ঞব্যক্তি। তিনি জানেন কিভাবে লেখাপড়া করলে তোমাদের সফলতা অনিবার্য।