সর্বশেষঃ

লালমোহনে সরকারি অর্থ আত্মসাতের প্রমানের চার বছর পরও ব্যবস্থা গ্রহন না হওয়ায় জনমনে ক্ষোভ

ভোলার লালমোহনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১০ লক্ষ ৫ হাজার টাকা দূর্নিতীর মাধ্যমে লোপাট করার অভিযোগ করেছিলো ভুক্তভোগীরা। উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাবেক সমন্বয়কারী ( বর্তমানে মনপুরায় কর্মরত ) সুমন বেপারীর বিরুদ্ধে বিভিন্ন সমিতির সভাপতিকে ম্যানেজ করে ৬ লক্ষ ৮০ হাজার টাকা তাদের না দিয়ে নিজেই লোপাট করেন। পরবর্তী সময়ে প্রকল্পের ঋণ উত্তোলনের সময়ে তিনি নানান অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। এছাড়াও বিভিন্ন সমিতির নিকট থেকে উত্তোলন কৃত ৩ লক্ষ ২৫ হাজার টাকাও আত্মসাৎ করেন। তার এমন অনিয়ম দূর্নিতী ধীরে ধীরে সংশ্লিষ্ট দপ্তর প্রমান পাওয়ার ফলে তদন্তললল কমিটি গঠন করেন। বিগত ২০/৯/২০১৬ তারিখে উপজেলা নির্বাহি অফিসারের দপ্তরের স্মারক নং ৫৮৯নং …. স্মারকে একটি প্রতিবেদন প্রদান করেন। ওই প্রতিবেদনে সুমন বেপারী সরকারী অর্থ আত্মসাৎ করার প্রমান পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের সাবেক সমন্বয়কারী সুমন বেপারীর সরকারী টাকা লোপাটের প্রমান মেলা ও তদন্ত প্রতিবেদনে ওই দূর্নিতীর সত্যতা পাওয়ার পর বিভাগীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করার চার বছর পরও অলৌকিক শক্তির বদৌলতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। শুধু নিজে লোপাট করেই নয় বরং ঘুষ লেনদেনের মাধ্যমে প্রায় দশ কোটি টাকা ঋণ প্রদান করেন অভিযুক্ত সুমন বেপারী। যে সকল ঋণের টাকা অনাদায়ীই থেকে গেছে। এমনকি নামে বেনামে ওই টাকা তিনিই লোপাট করার অভিযোগও রয়েছে। দূর্নিতী অনিয়মের কুশিলব সাবেক সমন্বয়কারী সুমন। এমন অনিয়ম দূর্নিতীর ফলে বিপদে পরা ভুক্তভোগীরাসহ স্থানীয়রা সাবেক সমন্বয়কারী দূর্নীতিবাজ সুমনের আইনগত শাস্তি দাবি করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।