কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডরপ’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ইলিশ ধরা নিষিদ্ধ

সারাদেশের ন্যায় ভোলায়ও চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে।
জেলা মৎস্য দপ্তর ও ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স ও সহ-ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, ইকোফিশ-২ প্রকল্প কর্মকর্তা অঙ্কুর, ডিএই উপপরিচালক হরলাল মধু, কোস্টগার্ড দক্ষিণ জোন এর স্টাফ অফিসার অপারেশন লেঃ এম মেহেদী হাসান, নৌ-পুলিশ ওসি সুজন পাল, জেলা ইউএলও কর্মকর্তা ডাঃ দীনেশচন্দ্র মজুমদার, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ সেলিম রেজা, জেলা সমবায় অফিসার মোঃ হুমায়ুন কবির সহ জেলার বিভিন্ন মৎসজীবী ও মৎজীবী সমিতির নেতৃবৃন্দ।