হাজারো মুসল্লির অংশগ্রহনে ভোলায় নুর চেহেরা খাতুনের জানাজা অনুষ্ঠিত
হাজারো ধর্মপ্রান মুসল্লিদের অংশগ্রহনের মাধ্যমে সাবেক বানিজ্য মন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ এর বড় বোন নুর চেহেরা খাতুনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টার সময় ভোলা সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে তার জানাজা নামাজ সম্পন্ন হয়।
উক্ত জানাজা নামাজে অংশগ্রহন করেন মরহুমার ছোট ভাই সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
এসময় জানাজা নামাজে আরও উপস্থিত ছিলেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন মেয়র রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন প্রমুখ।
এছাড়াও এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমলীগ, কৃষকলীগ, তাতীলীগ, ছাত্রলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমা নুর চেহেরা খাতুনকে তাদের পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে।