
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ইলিশা ইউনিয়ন পরিষদের চত্ত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হাছনাইন আহমেদ হাছান মিয়ার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা তথ্য অফিসার আহসান কবীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, সমাজ সেবা অফিসার সেলিনা আক্তার, ইউনিসেফ এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আবদুস সালাম,ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সরোয়ার্দী মাষ্টার,সহ সভাপতি হোসেন মিয়াসহ শিক্ষক, সাংবাদিক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কর্মশালা ওরিয়েন্টেশন অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী তথ্য অফিসার মেহেদী হাসান।