বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় পুলিশের অভিযানে ৫ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ আটক-১
ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে পুলিশের অভিযানে অবৈধ ২১ বস্তা কারেন্ট জাল (১৪২৯ পিস) যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৭১ হাজার ৬শ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে (ঢাকা মেট্রো -ন ১৩৭৭৬২)। মঙ্গলবার বিকালে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এই জাল জব্দ করেন।
ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, ইলিশা ফাঁড়িতে জাল জব্দ করেছি এবং মামলা হয়েছে ট্রাক জব্দ করা আছে এক আসামী আটক আছেন। এদিকে আটকৃত জাল নেওয়ার জন্য রাতভর রফাদফা করেছেন প্রভাবশালী একটি মহল।