সর্বশেষঃ

ভোলায় নাগরিক কমিটির শেখা ও জানানো বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় শেখা ও জানানো বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার জেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা ডরপ ও পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটি এ কর্মশালার আয়োজন করে। ডরপ এর তিন বছর মেয়াদি পানির সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্যানিটেশন ব্যবস্থা (ওয়াটারশেড) প্রকল্পের মেয়াদ শেষে কর্মশালয় তিন বছরের মূল্যায়ন তুলে ধরা হয়। এ সময় নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. রুহুল আমিন জাহাঙ্গীর, আজকের ভোলা সম্পাদক শওকত হোসেন, যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়া হাসান , ডরপ কর্মকর্তা তরুন কান্তি দাস, আইআরসি’র কনসালটেন্ট দিগবিজয় দে প্রমুখ । প্রকল্প শেষ হলেও ভোলায় নাগরিক কমিটির মাধ্যমে জেলার বিভিন্ন ইস্যুতে কাজ করার ঘোষণা দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page