ভোলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২০খ্রী.পালিত হয়েছে।
ভোলা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা চামেলী বেগম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুনসহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। কোরআন তেলওয়াত করেন মরিয়ম বেগম ও গীতা পাঠ করেন আঁখি দে।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।