দৌলতখানে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার করলে আইনি ব্যবস্থা

আগামী ১৪ অক্টোবর হতে ৪ নভেম্বর এই ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ উপলক্ষে দৌলতখানে টাস্কফোর্স ও সহ-ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর তিনটায় উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খাঁন, ভাইস চেয়ারম্যান আইনুর নাহার রেনু,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের পিও মোনায়েন হোসেন , ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার ,মেদুয়া ইউপি চেয়ারম্যান মনজুর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সাংবাদিকসহ দৌলতখান টাস্কফোর্স ও সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যগন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।