নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
এমসি কলেজ ক্যাম্পাসে গণধর্ষন কারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে ভোলায় মানববন্ধন

আজ ২৭ শে সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় ভোলা প্রেসক্লাবের সামনে ভোলার জেলার বৃহত্তম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর উদ্যোগে মানবন্ধন অনুষ্টিত হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ভোলা সদর উপজেলা আঃলীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কোন অন্যায়কে প্রশ্রয় দেয়না, ছাত্রলীগ নামধারী ধর্ষনকারীদেরও কোন ছাড় হবে না। এরা আঃলীগের কেউ নয়। এরা ধর্ষক এটাই বড় পরিচয় । তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ করে বলেন দোষীদের চিহ্নিত করে যাতে বিচারের আওতায় আনা হয় তার দ্রুত ব্যবস্থা গ্রহন করার জন্য।
বিশেষ অতিথি তরিকুল ইসলাম কায়েদ বলেন, ধর্ষক ধর্ষনকারী হিসাবে পরিচিত, কে কোন দলের সেটা বড় কথা নয়। এদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এটাই আমাদের দাবী । পাশাপাশি তিনি বলেন শেখ হাসিনার দীর্ঘ দিনের অর্জন কিছু ছাত্রলীগের জন্য নষ্ট হতে পারে না।
বিডিএসের আহবায়ক উক্ত মানবন্ধনের ছয় দফা দাবী উপস্থাপন করেন। দাবী গুলো-আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের দ্রুত গ্রেফতার করতে হবে, মামলাটি দ্রুত ট্রাইবুনালে প্রেরন করাতে হবে, সকল শিক্ষা প্রতিষ্টান থেকে ছাত্র রাজণীতি বন্ধ করতে হবে, সকল ধর্ষন মামলার কার্যক্রম দ্রুত শেষ করার জন্য পৃথক ট্রাইবুনাল গঠন করতে হবে।
উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জাকির হোসেন সবুজ, নাজিম উদ্দিন নিক্সন, মোঃ সোলায়মান মামুন, নবির হাসান, শাহারিয়ার আলম ঝিলন, ইসমাইল হোসেন মুন্না, শেখ ফরিদ, ইয়ামিন হাওলাদার, জিএম ছানাউল্লাহ, মোঃ আলী, মোঃ জামাল উদ্দিন, মোঃ মেহেদি হাসান, মোঃ হারুন, মোঃ জাফর সহ আরো অনেকে।