ভোলায় ৫ দফা দাবীতে বালিবাহী জাহাজ মালিক সমিতির সংবাদ সম্মেলন

ভোলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে পাঠ করছেন ফারুক গাজী।। ছবি ভোলার বাণী

ভোলায় টেকসই বাঁধ নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের জন্য ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বালিবাহী জাহাজ মালিক সমিতি সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার সকালে ভোলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন বালিবাহী জাহাজ মালিক সমিতি।
লিখিত বক্তব্যে বালিবাহী জাহাজ মালিক সমিতির সভাপতি ফারুক গাজী লিখিত বক্তব্যতে বলেন, ভোলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ডুবো চর সৃষ্টি হওয়ায়, সাগরমুখী পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ভোলায় নদীভাঙ্গন দেখা দেয়। অপরদিকে চট্টগ্রাম থেকে খুলনা মুখি জাহাজ চলাচল ও ভোলা -লক্ষ্মীপুর, ভোলা বরিশাল রুটে ফেরি চলাচলের জন্য ডুবোচরগুলো মারাত্মক দূর্ভোগের কারন হয়ে উঠেছে বলে উল্লেখ্য করে ৫ দফা তুলে ধরেন তিনি।
৫ দফা হলো বিভিন্ন স্থান থেকে বৈধ রশিদের মাধ্যমে ক্রয়কৃত বালু ভলগেড বা জাহাজে পরিবহনে হয়রানী না করা। নদী পথে কার্গো জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। ভোলায় বালু মহল ঘোষনা করা। স্থানীয় উদ্যােগে ডুবোচর অপসারণ করা। ডুবোচর অপসারণকালে উত্তোলনকৃত বালি ক্রয় ও বিক্রির অনুমতি প্রদান।
এই সময় বালিবাহী জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরনবী ও জামালউদ্দিনসহ কমিটির অন্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।