নানান সমস্যায় জর্জরিত বিচ্ছিন্ন রামদাসপুরের কয়েক হাজার মানুষ
ভোলার উত্তর দিঘলদী থেকে দুই কৃষকের ১৪ মহিষ লুট

ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় দুই কৃষকের একমাত্র আয়ের পথ ১৪ মহিষ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। দুধ বিক্রি করে চলত ওই কৃষকদের সংসার। এলাকার বালুরমাঠ ও মিন্টু মাষ্টার বাড়ির সামন থেকে গত শুক্রবার ভোর রাতে দুই কৃষকের ১৪টি মহিষ লুট করে নিয়ে গেছে একটি সংর্ঘবদ্ধ চক্র। মহিষের দুধ বিক্রি করেই সংসার চালাত কৃষক মোতালেব (৪০) ও হাশিম ( ৩৪) এর।
ভোলা থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, তারা প্রতিদিনের মত খুশিয়া এলাকার মিন্টু মাষ্টারের বাড়ির সামনের মাঠে ৭টি ও বালুর মাঠে ৭ মহিষ বেধে রাখেন। ওই স্থানে সাবেক ইউপি মেম্বারেরও মহিষ রয়েছে। ওই মহিষ থাকলেও শুক্রবার সকালে গিয়ে দেখেন তাদের মহিষগুলো নেই।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ভোলার আশপাশের এলাকার থানাগুলোকে ইনফরমেশন দেয়া হয়েছে। এদিকে উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার বশির আহম্মেদ মাতাব্বর জানান, বিষয়টি দুঃখজনক। মহিষের দুধ বিক্রির উপরই ওই দুই কৃষকের সংসার চলত। তাদের শেষ সম্বল যারা লুটে নিয়েছে তাদের গ্রেফতারের দাবি জানান তিনি। অসহায় কৃষক মোতালেব ও হাশেম তাদের মহিষের খোজে বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন। এ ব্যাপারে ভোলা সদর থানায় একটি ডায়রি করা হয়েছে যার নং-৭৬৫/ তারিখ ১৮/৯/২০২০ইং।