বিদ’আত কি এবং পরিণাম কি?
বিদ’আত (বিদ’আত শব্দের শাব্দিক অর্থ হলো পূর্ব নমুনা ছাড়া’ই কোন কিছু আবিস্কার করা। পরিভাষায় বিদ’আত বলা হয় দ্বীনে’র নামে নব আবিস্কৃত পদ্ধতি যে পদ্ধতি অবলম্বন করার দ্বারা ইবাদাত আল্লাহ্’র নিকট বেশী কবূল হবে মনে করা হয়। (আল ই’তিছাম, খ.০১পৃ.৫০)। অর্থাৎ- কিতাবুল্লাহ ও রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাতের কোন দলীল ছাড়া’ই দ্বীনের মধ্যে হ্রাস-বৃদ্ধি বা পরিবর্তন-পরিবর্ধন করা।
* রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যদি কেউ আমাদের দ্বীনের মধ্যে কোন কিছু সংযোজন করে যা এর মধ্যে ছিল না তা প্রত্যাখ্যাত। (ছহীহ বুখারী ২৫৫০; মুসলিম ১৭১৮)
* রাসূলুল্লাহ (সাঃ) আরও বলেছেন, তোমরা দ্বীনের মধ্যে আবিস্কৃত নতুন নতুন বিষয় থেকে সতর্ক থাকবে। কেননা প্রত্যেক নবা বিস্কার’ই বিদ’আত এবং প্রত্যেক বিদাত’ই ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্ট’তার পরিণাম’ই হলো জাহান্নাম (হাকীম,খ.০১পৃ.৯৭, নাসাঈ ১৫৭৭)।
* মহান আল্লাহ্ তা’আলা বলেন, তোমাদের প্রতি তোমাদের রবে’র পক্ষ হতে যা নাযিল করা হয়েছে,তা অনুসরণ কর এবং তাঁকে ছাড়া অন্য অভিভাবকে’র অনুসরণ করো না (সূরা আ’রাফ ৭ঃ৩)।