বোরহানউদ্দিন ও লালমোহনে ছয় ফার্মেসীকে জরিমানা
ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর। এসময় দুই উপজেলার ৬টি ফার্মেসীকে জরিমানা এবং সতর্ক করা হয়। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর বাজার এবং লালমোহন উপজেলার ডাওরী বাজারে অভিযান পরিচালিত হয়। কতিপয় ফার্মাসিস্ট এর দোকানে ব্যবস্থাপত্র লেখার প্যাড ও চিকিৎসা সরঞ্জামাদি ও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দানের সিল পাওয়া যায় ও সেবাপ্রার্থী রোগীদের ভীড় দেখা যায়। উক্ত অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমের জন্য ৬টি ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে আইন বহির্ভূতভাবে রোগী দেখা, ব্যবস্থাপত্র দেওয়া, ফ্রিজে ভ্যাক্সিন যথাযথ ভাবে সংরক্ষণ না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সর্বমোট ৪৮ হাজার ৫শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং সাথে সাথে তাদেরকে শতর্কও করা হয়।
জরিমানাকৃত ফামের্সীগুলো হচ্ছে- রাজন মেডিকেল হলকে ১০ হাজার, আয়েশা মেডিকেল হলকে ১২ হাজার, টুম্পা মেডিকেল হলকে ১ হাজার ৫শত, অনন্যা মেডিকেল হলকে ৫ হাজার, ব্রাদার্স মেডিকেল হলকে ৫ হাজার, প্রদীপ মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসম সকল ব্যবসায়ীদের ক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করতে শতর্ক করা হয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় ও মাস্ক পরিধান করার নির্দেশনা দেওয়া হয়। র্যাব ৮ ভোলার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে র্যাবের সুদক্ষ একটি টিম এবং ডাওরী ইউনিয়ন চেয়ায়ম্যান, কালমা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহায়তা প্রদান করেন। জনস্বার্থে ভোক্তা অধিকার এর অভিযান অব্যাহত থাকবে।