লালমোহনে ফরাজগঞ্জের নির্বাচনে নৌকার টিকিট পেলেন মুরাদ
ভোলার লালমোহনের স্থগিত ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলগের মনোনীত নৌকার মার্কার প্রতিক পেলেন ফরাহাদ হোসেন মুরাদ। ২১ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ছিলেন এ সিদ্ধান্ত নেয়া হয়। ফরাহাদ হোসেন মুরাদ দলীয় প্রতিক পাওয়ায় ফরাজগঞ্জ ইউনিয়নের লোকজন ও মুরাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
উল্লেখ্য সীমানা সংক্রান্ত মামালা সহ বিভিন্ন জটিলতার কারনে অনেক বছর যাবত এই ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিল। গত ১৩ সেপ্টম্বর এ ইউনিয়নের নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, আগামী ৩ অক্টোবর শনিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ২০ অক্টোবর মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হবে।