ইসলাম সমাজে অচেনা মুছাফিরে’র মত অসহায়

মহানাবী (সা:) বলেছেন, ইসলাম অসহায় বিদেশীর মত মুষ্টিমেয় কতক লোক নিয়ে এ পৃথিবী’তে তার যাত্রা শুরু করেছে এবং ঐ বিদেশী’র মত’ই সে এ পৃথিবী থেকে বিদায় নেবে। অতএব আনন্দ কল্যাণ ও শুভ’পরিণান সেই অচেনা বিদেশী’র মত’ই মুষ্টিমেয় মানুষ’দের জন্য। (মুসলিম/১৪৫)।
* ফুযাইল বিন ইয়ায (রহঃ) বলেন, তুমি হেদায়েতে’র পথ অনুসরণ কর এবং তোমাকে সে পথের পথিক’দের সংখ্যা লঘিষ্টতা তোমার কোন ক্ষতি করবে না। আর ভ্রষ্ট পথসমূহ থেকে সুদূরে থাক এবং হত মানুষ’দের সংখ্যাগরিষ্ঠতায় তুমি ধোঁকা খেও না। (আল-ই’তিসাম ১/১১২)।
* ইমাম হাসান বাসরী (রহঃ) বলেন, বিদাতী নিয়মে অনেক আমল করার চাইতে সুন্নাহ অনুযায়ী অল্প আমল করা অধিক উত্তম। তিনি আরও বলেনঃ ‘হে আহলে সুন্নাহ ! বিনম্র ব্যবহার কর। আল্লাহ্ তোমাদের প্রতি রহম করুন। তোমরা মানুষের মাঝে সংখ্যলঘু। (আল-লালকাঈ ১/৫৭,১৯)।
* ইউনুছ বিন উবাইদ (রহঃ) বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে, যখন কেউ সুন্নাহ’র জ্ঞান লাভ করে,তখন সে(সমাজে প্রবাসী’র মত অল্প,অচেনা ও অসহায়) পরিগণিত হয়। আর তার চেয়ে অধিক অচেনা ও অসহায় তো সেই ব্যক্তি যে সুন্নাহ জানে। (আল-লাকাঈ ১/৫৮,২১; হিলয়াতুল আওলিয়া, আসবাহানী ৩/২১)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।