সর্বশেষঃ

অনিয়মে নিয়ম ভোলার যুব উন্নয়নের ছাত্রাবাস

যুব উন্নয়নের বাংলাবাজার প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান গেট ।। ছবি ভোলার বাণী

ভোলা সদর উপজেলার যুব উন্নয়নের বাংলাবাজার ছাত্রাবাসে অনিয়মের শেষ নেই।
অনিয়মই যেন নিয়মে পরিনত হয়েছে ভোলার উপ শহর বাংলাবাজারের যুব উন্নয়নের ছাত্রাবাসে।
সরজমিনে গিয়ে দেখা যায় উপস্থিতি শিক্ষার্থী ২০ থেকে ২২ জনের মত কিন্তু প্রতিদিন ৬০ জনের বরাদ্দ করেন কর্তৃপক্ষ।
নাম প্রকাশ না করার সত্ত্বে এক ছাত্র বলেন, আমরা ২৫ জনের উপরে থাকি না কিন্তু বরাদ্দ তো ৬০ জনেরই হয়।
সূত্রে জানা যায়, ভোলার উপ শহর বাংলাবাজারে অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্র, এই কেন্দ্রের প্রধান ফটকে দেখা যায়নি প্রশিক্ষণ কেন্দ্রের নাম এবং প্রধান ভবনের সামনে ও নাই ব্যানার।
ছাত্রাবাসের দায়িত্বরত বাবুর্চি বলেন, আজকে ২০ থেকে ২২ জনের রান্না হয়েছে আর মাঝেমধ্যে ২৫ থেকে ৩০ জনের ও রান্না করি।
ছাত্রাবাসের দায়িত্বরত কর্মকর্তা সফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে যে কত ছাত্র আছে ছাত্রাবাসে?  এবং দায়িত্বে আছে কে?  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ২০/২২ জন আছে ছাত্র আর এখন কেউ দায়িত্বে নাই, একজন ডিডি স্যার নতুন আসলেও তিনি দায়িত্ব নেয়নি তাই এখন কেউ দায়িত্বে নাই, তাহলে কি এই প্রশিক্ষণ কেন্দ্র এখন অভিভাবকহীন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হুম এখন তেমনই।
জাহাঙ্গীর আলম নামের এক কর্মকতা এসে বলেন, আপনারা সাংবাদিকরা এসেছেন আমাদের সাথে কথা বলবেন তো আগে, আর বঙ্গবন্ধুর ছবিটা এখনো ঠিক করেনি তাই এমন করে আছে দয়া করে সেইটা লেইখেন না আর আপনাদের সাথে কথা বলবো।
এই বিষয়ে যুব উন্নয়নের ভোলার জেলার উপ পরিচালক আবদুল কাদের বলেন,আমি ভোলায় আসছি নতুন, বিষয়টি খতিয়ে দেখবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।