সর্বশেষঃ

ভোলায় বন্যা দূর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

উপকূলীয় বন্যা পরিস্থিতি মোকাবেলায় ভোলা সদর উপজেলার বন্যাদূর্গত এলাকায় খাদ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ শনিবার বন্যার কারণে চরম খাদ্য সংকটে পড়া ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে নৌবাহিনী।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, বিশুদ্ধ পানি প্রদান করা হয়। এসময় ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দেশের উকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সহায়তায় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও চলমান করোনা ভাইরাস মোকাবেলায় এই জেলার বিভিন্ন উপজেলায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি নিম্ন আয়ের প্রায় ১০০০০ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ এবং কর্মহীন মানুষের মাঝে ছাগল, নৌকা, মাছ ধরার জাল, ভ্যান গাড়ি, সেলাই মেশিন বিতরণ করেছে নৌবাহিনী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।