সর্বশেষঃ

দৌলতখানে জমিজমা বিরোধকে কেন্দ্র করে তিন নারীকে পিটিয়ে আহত

ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিন নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাছনুর, রুজিনা ,জাহানারা। আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী রুজিনা বাদী হয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পেয়ে দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী রুজিনা জানান, একই বাড়ীর তুহিন গংদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে দেড় শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এনিয়ে একাধিক বার স্থানীয় ভাবে সালিশ বৈঠকও হয়েছে।

সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ওই দেড় শতাংশ জমি আমরা পাওনা হলে তুহিন গংরা ওই সালিশ বৈঠককে অমান্য করেন।

সম্প্রতি তুহিন গংরা আমাদের বিরুদ্ধে জমিজমা বিরোধকে কেন্দ্র করে ভোলা আদালতে একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল থেকে যাওয়ার পর ভুক্তভোগী রুজিনা ও তার ভাবী হাছনুর ও দাদী জাহানারাকে জমিজমা বিরোধকে কেন্দ্র করে অভিযুক্ত তুহিন মাদক সেবন করে সুজন,ও রুবেল,সহ প্রায় ৫ থেকে ৭ জন মারধর করেন।

এ ব্যাপারে অভিযুক্ত তুহিন বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয় সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার জানান, অভিযুক্ত তুহিন জমিজমা সংক্রান্ত বিরোধকে কে কেন্দ্র করে তাদেরকে পিটিয়ে আহত করেছে। ওই দেড় শতাংশ জমি মূলত রুজিনাদের । এনিয়ে একাধিক বার স্থানীয় ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে ওই দেড় শতাংশ জমি রুজিনা গংরা পাওনা হলে তুহিন গংরা তা দিতে অস্বীকার করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনাণুগ ব্যবস্থা গ্রহন করা হবে

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।