ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭ (ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে (দুদক) কমিশন কর্তৃক মনোনীত ব্যক্তি বর্গের সমন্বয়ে ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পূনর্গঠন করা হয়েছে। উক্ত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির কর্ম এলাকা সদর উপজেলা ও জেলার প্রশাসনিক এলাকা। কমির্টি কমিশন কর্তৃক জারিকৃত “গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্য পরিচালনা করবে। সভাপতি জনাবা হোসনে আরা বেগম চিনু/সাধারন সম্পাদক জনাব মোঃ মোবাশ্বির উল্লাহ চৌধুরী এ কমিটির ০৬ সেপ্টেম্বর, ২০২০ইং থেকে ২০২৩ইং ০৬ সেপ্টেম্বর পর্যন্ত, মেয়াদ কাল (০৩ বছর)।
উক্ত কমিটিতে ভোলা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সম্মানিত সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী। সভাপতি মন্ডলীর সদস্য- জিনাত রেহানা। সম্মানিত সাধারন সম্পাদক মোঃ হোসেন। সম্পাদক মন্ডলীর সদস্য মনিরুল ইসলাম। নির্বাহী সদস্য হোসনে আরা বেগম চিনু। এদেরকে মনোনীত করায় দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মহোদয়কে এইচ.আর.ডি.এফ ভোলা জেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি ও ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ পূনর্গঠন কমির্টির ১৩ জন সকল সদস্যদের প্রতি রইল শুভকামনা।