গাজীপুরের স্কুল শিক্ষক রাসেল হত্যার বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্কুল শিক্ষক, এসএসসি-২০১০ ও এইচএসসি-২০১২ এর শিক্ষার্থী মোঃ রাসেল হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
এসএসসি-২০১০ এবং এইচএসসি-২০১২ অল ওভার বাংলাদেশ এর আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের স্কুল শিক্ষক রাসেল এসএসসি-২০১০ ও এইচএসসি-২০১২ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে তার এলাকার কিছু মাদক সেবনকারীদের মাদক সেবন করতে নিষেধ করায় এবং মাদকের বিরুদ্ধে কথা বলায় তার সাথে মাদক সেবীদের কয়েক দফায় বাকবিতন্ডা ও মারামারি হয়। একপর্যায়ে (৫ সেপ্টেম্বর) মাদক সেবনকারীরা রাসেলকে নির্মম ভাবে হত্যা করে।
এসময় বন্ধু মোঃ রাসেল হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানান এসএসসি-২০১০ ও এইচএসসি-২০১২ ব্যাচের মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এসএসসি-২০১০ ও এইচএসসি-২০১২ ব্যাচের কার্যকরী পরিষদের ভোলা জেলা প্রতিনিধি জান্নাতুল আরোহী, মাহাদী হাসান, অমিত দে, আমজাদ হোসেন, মোঃ আক্তার, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।