গাজীপুরের স্কুল শিক্ষক রাসেল হত্যার বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার স্কুল শিক্ষক, এসএসসি-২০১০ ও এইচএসসি-২০১২ এর শিক্ষার্থী মোঃ রাসেল হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এসএসসি-২০১০ এবং এইচএসসি-২০১২ অল ওভার বাংলাদেশ এর আয়োজনে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের স্কুল শিক্ষক রাসেল এসএসসি-২০১০ ও এইচএসসি-২০১২ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। সে তার এলাকার কিছু মাদক সেবনকারীদের মাদক সেবন করতে নিষেধ করায় এবং মাদকের বিরুদ্ধে কথা বলায় তার সাথে মাদক সেবীদের কয়েক দফায় বাকবিতন্ডা ও মারামারি হয়। একপর্যায়ে (৫ সেপ্টেম্বর) মাদক সেবনকারীরা রাসেলকে নির্মম ভাবে হত্যা করে।

এসময় বন্ধু মোঃ রাসেল হত্যার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানান এসএসসি-২০১০ ও এইচএসসি-২০১২ ব্যাচের মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন এসএসসি-২০১০ ও এইচএসসি-২০১২ ব্যাচের কার্যকরী পরিষদের ভোলা জেলা প্রতিনিধি জান্নাতুল আরোহী, মাহাদী হাসান, অমিত দে, আমজাদ হোসেন, মোঃ আক্তার, মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page