সর্বশেষঃ

দৌলতখানে সমুদ্রগামী জেলেদের চূড়ান্ত তালিকা অনুমোদন

দৌলতখানে বঙ্গোপসাগরের জলসীমায় মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা তালিকা হালনাগাদ সংক্রান্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের কাছে বঙ্গোপসাগরের জলসীমায় মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা তালিকা জমাদিলে তিনি যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা অনুমোদন দেন।

এর আগে গত (২৬ আগস্ট) উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চেয়রম্যান, ট্যাগ অফিসার, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, মৎস্যজীবী, ও বোটমালিক সমিতির নেতৃবৃন্দকে জেলেদের মানবিক সহায়তা তালিকা হালনাগাদের জন্য ১৫ দিনের সময় দেয়া হলে প্রাপ্ত তালিকা যাচাই বাছাই শেষে আজ চূড়ান্ত তালিকা অনুমোদন দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।