বিদআতী ফাসেক অপেক্ষা নিকৃষ্টতর

ইমাম আরাত্বাআহ বিন মুনযির (রহঃ) বলেন, আমার ছেলে প্রবৃত্তিপূজক (বিদ’আতী) হওয়ার চাইতে কোন ফাসেক হওয়া অপেক্ষাকৃত বেশী পছন্দনীয়। (আশ্ শারহু আল-ইবানাহ, ইবনে বাত্ত্বাহ-১৩২ পৃষ্ঠা,৮৭)।
* ইমাম সাঈদ বিন জুবাইর (রহঃ) বলেন, আমার ছেলের কোন বিদ’আতী আবেদকে সাথী করার চাইতে কোন ফাসেক ও বদমাশ সুন্নী’কে সাথী করা আমার নিকট অপেক্ষাকৃত বেশী পছন্দনীয়। (ঐ-১৩৩পৃ)।
ইমাম শাফি’ঈ (রহঃ) বলেন, খেয়াল-খুশীর কোন বিদ’আত নিয়ে আল্লাহ্’র সাথে সাক্ষাৎ করার চাইতে শিরক ছাড়া অন্য কোন গোনাহ নিয়ে সাক্ষাৎ করা বান্দার জন্য অপেক্ষাকৃত ভাল (শারহুস সুন্নাহ, বার্বাহারী-১২৪ পৃষ্ঠা, আল-ই’তিক্বাদ, বায়হাক্বী-১৫৮ পৃষ্ঠা)।
* ইমাম আহমাদ (রহঃ) বলেন, আহলে সুন্নাহ’র কাবীরা গোনাহ’র গোনাগার ব্যক্তিদের কবর বাগিচা হবে। আর বিদাতী সংসার বিরাগী আবেদ’দের কবর (জাহান্নামে’র) একটি খাদ। আহলে সুন্নাহ’র ফাসেক’রাও আল্লাহ্’র বন্ধু।কিন্তু আহলে বিদ’আহ্’র সংসার বিরাগী আবেদ’রা আল্লাহ্’র শত্রু। (ত্বাবাক্বাতুল হানাবেলা-১/১৮৪)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page