কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডরপ’র ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সাধারন মানুষের দোরগোড়াই বর্তমান সরকার স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে-এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিনের) সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন সাধারন মানুষের দোরগোড়াই বর্তমান সরকার স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক ও ডাক্তার বসানো হয়েছে। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে রূপান্তর করতে ডাক্তার, নার্স ও সুইপারদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে সহযোগিতা করতে হবে।
৫ সেপ্টেম্বর ২০২০ ইং সকাল ১০ টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিনের) সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
ত
তিনি তার বক্তব্যে আরও বলেন বর্তমানে করোনার পরীক্ষা করার জন্য ঢাকাতে রিপোর্ট পাঠাতে হেয় না। এখন ভোলাতেই ল্যাব স্থাপন করা হয়েছে করোনা টেষ্ট করার জন্য । এটা আমাদের ভোলাবাসীর জন্য বড় অর্জন। লালমোহন হাসপাতালের ডাক্তার ও কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন হাসপাতাল সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হাসপাতালে কোন নোংরা পরিবেশ থাকতে পারবে না। সকলকে যার যার যায়গা থেকে কাজ করতে হবে। যার যে কাজ সে সে কাজ করবে। ডাক্তারেরা সাধারন রোগীদেরকে বিভিন্ন টেষ্ট করানোর জন্য প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে হয়রানী করেন এমন অভিযোগ রয়েছে। ডাক্তারদের নৈতিকতা ঠিক থাকলে কোন দালাল হাসপাতালে প্রশ্রয় পাবেনা। সকলকে তিনি স্বচ্ছতার সাথে কাজ করার জন্য বলেন। যারা অনিয়মের সাথে জড়িত তাদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রতি মাসের স্বাস্থ্য সেবার চার্ট সামনে বোর্ড টানিয়ে রাখতে হবে যাতে সকলে দেখতে পায়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, হাসপাতালের ডাক্তার ও কর্মচারীবৃন্ধ।