ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

ভোলায় বাঘমারা ব্রীজ এলাকায় জেলা প্রশাসনের অভিযান ॥ ৫ জনের কারাদন্ড

দৈনিক ভোলার বাণীতে গত ৩ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে “ক্ষতির আশঙ্কা প্রায় ৬০ কোটি টাকা, হুমকির মুখে স্বপ্নের বাঘমারা সেতু” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর টনক নড়ে জেলা প্রশাসনের। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করার দায়ে অভিযান চালিয়ে সেখান থেকে ৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভোলার বাঘমারা ব্রীজ রক্ষায় ৪ সেপ্টেম্বর বিকেলে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় বাঘমারা ব্রীজ এলাকার তেঁতুলিয়া নদী থেকে ১টি ড্রেজার, বলগেটসহ ৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালত। আটককৃতরা হলেন- মহসিন (৪০), মিলন (৩৮), মোঃ মহিউদ্দিন (৪২), আব্দুল্লাহ (৪৫) এবং আমির হোসেন (৩৯)। পরে আটককৃত প্রত্যেককে ১ মাসের কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান। এসময় পুলিশের এএসআই মিলন, ভূমি অফিসের অফিস সহকারী হাছনাইন আহমেদসহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।