ভোলায় প্রবীর হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আনোয়ার গ্রেফতার

ভোলায় চাঞ্জল্যকর প্রবীর মাঝি হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী আনোয়ার (২৫) কে গ্রেফতারা করা হয়েছে। গত ৩১ আগষ্ট ২০২০ইং তারিখে ঢাকা হতে তাকে গ্রেফতার করে ভোলা সদর মডেল থানা পুলিশ। আনোয়ার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত সামছল হকের ছেলে।
উল্লেখ্য, গত ২০ জুন ২০২০ ইং তারিখ রাত পৌনে ১২টার দিকে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ দক্ষিণ বালিয়া এলাকার বালু খোলা সংলগ্ন মিলেটারী পুকুরের কোনায় পাকা রাস্তার উপর প্রবীর মাঝি হত্যাকান্ডের ঘটনা ঘটে। ওই হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত এজাহারনামীয় ১নং আসামী মোঃ শাহাবুদ্দিন (২০) ও তদন্তে প্রাপ্ত আসামী মোঃ হাসান (২৪) দ্বয়ের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি হতে প্রাপ্ত আসামীদের মধ্যে মোঃ আনোয়ার হোসেন (২৫) ঘটনার মূল পরিকল্পনাকারী মর্মে তদন্তে প্রকাশ পায়।
বিজ্ঞ আদালতে পূর্বে প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বর্ণিত আসামী মোঃ আনোয়ার (২৫) কে গোপন সংবাদের ভিত্তিতে মামলার দতন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ কাজল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ৩১ আগষ্ট ২০২০ ইং তারিখে ঢাকা মহানগর চকবাজার ধানাধীন ওয়াসা স্টাফ কোয়ার্টার (চান্দীঘাট) এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে গ্রেফতার করে মঙ্গলবার ০১ সেপ্টেম্বর বিকেলে ভোলা সদর থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এছাড়া এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভোলা জেলা পুলিশের ফেসবুক পেইজ এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেল এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।