সর্বশেষঃ

তজুমদ্দিনে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন।। ইউসুফ মিয়া সভাপতি, রফিক সাদী সম্পাদক

ভোলার তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অনুমোদন করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। তৃনমূল পর্যায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭(ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন করেন দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় পরিচালক।

৩ বছর মেয়াদী কমিটিতে অবসর প্রাপ্ত প্রকৌশলী মোঃ ইউসুফ মিয়াকে সভাপতি, বিশিষ্ট সাংবাদিক মোঃ রফিক সাদীকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি মোঃ খোরশেদ আলম, তৈয়বুর রহমান তালুকদার, সদস্য মোঃ ফারুক, নজরুল ইসলাম, মোঃ জিহাদ, মাকসুদা বেগম, মুক্তা চক্রবর্তী।

১ সেপ্টেম্বর ২০২০ তারিখ থেকে পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি আগামী ৩ বছর মেয়াদকাল, দুর্নীতি দমন কমিশন কর্তৃক জারীকৃত ” গঠনতন্ত্র ও কার্যনির্দেশিকা, মে ২০১০( মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) ” অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

এদিকে সদ্য ঘোষিত তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে দৈনিক ভোলার বাণী পরিবারসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।