সর্বশেষঃ

ভোলার শিবপুরে গাছের সাথে বেঁধে প্রতিবন্ধীকে নির্যাতন ॥ আটক-১

ভোলা সদর উপজেলায় গাছের সাথে বেঁধে এক প্রতিবন্ধীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন নির্যাতনকারীকে আটক করে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাজাহানের ছেলে শারিরীক ও মানষিক প্রতিবন্ধী মনির হোসেনকে স্থানীয় আব্দুল হাই প্রায়ই তার গরু পালন, ক্ষেত-খামারে কাজ করতে বাধ্য করেন। আর তা না করলেই আব্দুল হাই নির্যাতন চালায় মনিরের উপর। এরই ধারাবাহিকতায় ০১ সেপ্টেম্বর ২০২০ইং বিকেলে পুনরায় আব্দুল হাই প্রতিবন্ধী মনিরকে গাছের সাথে হাত-পা বেঁধে নির্যাতন করে। স্থানীয় লোকজন এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে আব্দুল হাই তাদেরকে অপমান-অপদস্ত করে। তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষনিক ভোলা সদর থানার এসআই আরিফ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত আব্দুল হাইকে আটক করে নিয়ে আসেন। স্থানীয়রা অভিযুক্ত আব্দুল হাই’র বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
ভোলা সদর মডেল থানার এসআই আরিফ জানান, ভোলার শিবপুরে এক প্রতিবন্ধীকে নির্যাতন চালাচ্ছে এমন খবর আসে ৯৯৯ এ। ওই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল হাইকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।