ভোলায় ৪০টি সংস্থার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
ভোলায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদেরর উদ্যেগে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে মোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে জেলা সমাজসেবা অধিদফতর’র উপ-পরিচালক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আতাহার মিয়া।
এসময় জেলার ৪০টি সেচ্ছাসেবী সংগঠনকে মোট ১২ লক্ষ ৩০ হাজার টাকার এসব চেক বিতরণ করা হয়। প্রত্যেক সংগঠনকে গড়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।