সর্বশেষঃ

লালমোহনে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত-৬

ভোলার লালমোহনে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-শিশুসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। শনিবারে দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোলদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়, শিমুল গোলদার (৩৫), মহিরাম গোলদার (৩৭), রাদিকা গোলদার (৩০), অন্তরা গোলদার (২২), ও শিশু অনুশঙ্কা (৬) এবং রুদ্র গোলদার (২)। পরে স্থানীয়দের সহযোগিতায় এদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শিমুল গোলদার অভিযোগ করে বলেন, একই এলাকার পলাশ, শিপন, ক্ষুদিরাম, দিজলাল গোলদার ও প্রভাত গোলদার গংরা জোর করে তাদের জমি দখল করে রেখেছে। এর প্রতিবাদ করতে গেলে প্রায় সময় তারা ঝগড়া করে। তারাই ধারাবাহিকতায় শনিবার পলাশ, শিপন ও ক্ষুদিরামসহ কয়েকজন মিলে তাদের ওপর অর্তকিত হামলা করে। এসময় হামলাকারীরা মহিলাদের কাছ থেকে ৮৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন শিমুল।
এর আগেও বিভিন্ন সময় পলাশ ও ক্ষুদিরাম গংরা হামলা করে শিমুল গোলদার ও তার পরিবারের সদস্যদের ওপর। শনিবারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আহত শিমুল গোলদার।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।