বিনা হিসেবে জান্নাত লাভকারী

ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী (সাঃ) বলেছেন, আগের উম্মাত’দের আমার সামনে পেশ করা হয়। কোন নাবী তাঁর বহু উম্মাত’কে সঙ্গে নিয়ে যাচ্ছেন। কোন নবীর সঙ্গে অপেক্ষাকৃত ছোট দল। কোন নাবীর সঙ্গে আছে দশ জন উম্মাত। কোন নবীর সঙ্গে আছে পাঁচ জন, আবার কোন নবী একা একা যাচ্ছেন। দৃষ্টি দিতে’ই হঠাৎ দেখি অনেক বড় একটি দল।জিজ্ঞেস করলামঃ হে জিবরিল ! ওরা কি আমার উম্মাত? তিনি বললেন, না। তবে আপনি শেষ প্রান্তের দিকে তাকিয়ে দেখুন! আমি দৃষ্টি দিলাম। হঠাৎ দেখি অনেক বড় একটি দল। তিনি বললেন, ওরা আপনার উম্মাত। আর তাদের অগ্রবর্তী সত্তর হাজার লোকের কোন হিসেব হবে না, তাদের কোন আযাব হবে না। আমি বললাম, কারণ কি? তিনি বললেন, তারা শরীরে দাগ লাগাতে না, ঝাড়ফুঁকে’র আশ্রয় নিতো না এবং শুভ অশুভ লক্ষণ মানতো না। আর তারা কেবল তাদের প্রতিপালকে’র উপর’ই নির্ভর করতো। তখন উক্কাশা ইবনে মিহসান (রাঃ) নবী (সাঃ)-এর দিকে দাঁড়িয়ে বললেন, আপনি আমার জন্য দো’আ করুন আল্লাহ্ যেন আমাকে তাদের অন্তর্ভূক্ত করেন। রসূলুল্লাহ (সাঃ) বললেন. “হে আল্লাহ্ তুমি তাকে তাদের অন্তর্ভূক্ত করো”। এরপর আর একজন উঠে দাঁড়িয়ে বললো, আমার জন্য দু’আ করুন আল্লাহ্ যেন আমাকে তাদের অন্তর্ভূক্ত করেন। রসূলুল্লাহ (সাঃ) বললেন, এ ব্যাপারে উক্কাশা তোমার আগে চলে গেছে। (সহীহুল বুখারী-৬৫৪১, ইঃ ফা-৬০৯৮)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।