বাদশা’র (নেতার) অবিচার ও অপকর্মে ধৈর্যধারণ করা

মহানাবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি তার নেতাকে কোন অপছন্দনীয় কর্মে লিপ্ত দেখবে, সে যেন ধৈর্য ধারণ করে। (আস্ সুন্নাহ, ইবনে আবী আসেম হা/১১০১)। তিনি (সাঃ) আরও বলেছেন, অতপর অচিরে তোমরা তোমাদের নেতাদের, অন্যায়-অবিচার (তোমাদের উপরে অন্যদের’কে প্রাধান্য দিতে) দেখতে পাবে। সূতরাং তোমরা আমার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত ধৈর্য অবলম্বন করো। (আস্ সুন্নাহ, ইবনে আবী আসেম, হা/১১০২)।
* ইমাম বার্বাহারী (রহঃ) বলেন, যে ব্যক্তি বিদ’আতীদের ত্যক্ত ও তাদের বিরোধী সুন্নাহ জানতে পারে এবং সে তা অবলম্বন করে, তাহলে সে আহলে সুন্নাহ ও আহলে জামা’আহ। আর সে এর উপযুক্ত যে, তার অনুসরণ করা হবে, সহযোগীতা করা হবে এবং তার হিফাযত করা হবে। আর সে হল সেই গোষ্ঠির দলভূক্ত, যাদের ব্যাপারে রসূল (সাঃ) অসিয়ত করেছেন। (শারহুস্ ছুন্নাহ, বার্বাহারী,১০/৭পৃষ্ঠা, তাহক্বীক রাদাদী)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।