বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
ভোলায় বেকারী কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ জরিমানা
ভোলায় ৩টি বেকারী কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ২২ আগস্ট দুপুরে কারখানাগুলোতে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ইসমাইল বেকারী, সাব্বির বেকারী এবং তৃষ্ণা বেকারীর কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, পণ্যের মোড়কের গায়ে প্যাকেটজাতকরণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি বেকারী কারখানাকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।