ভোলায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ভোলা জেলা আ’লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় জেলা আ’লীগের সহ-সভাপতি জুলফিকার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, আশ্রাফ হোসেন লাভু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব প্রমূখ। এছাড়াও আরো বক্তব্য রাখেন, পৌর আ’লীগ সাধারন সম্পাদক শাহ আলি নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, আবিদুল আলম আবিদ সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাস এর বিরুদ্ধে শান্তির সমাবেশে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তখন আনুমানিক বিকেল ৫ঃ২৫ মিনিটের সময় তখন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করেন তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। আল্লাহ রাব্বুল আলামিন সেইদিন প্রিয়নেত্রীকে রক্ষা করেন।
সেই দিন নারী নেত্রী আইভি রহমান, মোস্তাক আহমেদ সেন্টু সহ ২৪ জন নেতা-কর্মী সেই গ্রেনেড হামলায় শহীদ হন এবং গুরুতর আহত হন প্রিয়নেত্রী সহ দলের অসংখ্য নেতাকর্মী । গ্রেনেড হামলার স্প্রীন্টার এখনো শরীরে বহন করে মৃত্যু যন্ত্রণায় দিন কাটাচ্ছে দলের দুঃসময়ের অসংখ্য নেতা-কর্মীরা। হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অনুষ্ঠানের মাধ্যমে অতিথিরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।