বোরহানউদ্দিনে ২১ শে আগস্টে শাহাদাত বরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলার বোরহানউদ্দিনে একুশে আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বোরহানউদ্দিন পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, ১৫ আগস্ট জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে যারা স্ব-পরিবারে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছে তারাই রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ শে আগস্টে গ্রেনেড হামলা করে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃবৃন্দকে মেরে ফেলতে চেয়েছিল। দুই হত্যাকান্ডই ইতিহাসের জঘন্য, নৃশংশ্যতম, বর্বোরোচিত হত্যাকান্ড হিসেবে স্বীকৃত।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা, সহকারী প্রকৌশলী আ. সাত্তার প্রমুখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, পৌর শহর মসজিদের খতিব মা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।