বাদশাহ বা (শাসকের) আনুগত্য কর, বিদ্রোহ কর না

মহানাবী (সাঃ) বলেছেন, “যদি একজন নাক’কাটা হাবশী (আফ্রীকান কৃষ্ণকায়) ক্রীতদাস তোমাদের নেতা (আমীর) রূপে নির্বাচিত হয়, তবুও তার কথা তোমরা মান্য কর, তার আনুগত্য কর; যতক্ষণ সে আল্লাহ্’র কিতাব দ্বারা তোমাদের মাঝে নেতৃত্ব দেয় (আস সুন্নাহ/১০৬২)।
* আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে আমার আনুগত্য করে, সে আসলে আল্লাহ্’র আনুগত্য করে। যে ব্যক্তি আমার অবাধ্য হয়, সে আল্লাহ্’র অবাধ্য হয়। যে ব্যক্তি আমীরের আনুগত্য করে, সে আসলে আমার আনুগত্য করে। যে ব্যক্তি আমীরের অবাধ্য হয়, সে আসলে আমার অবাধ্য হয়, আর আমীর হল(রাজনৈতিক আপদ-বিপদ থেকে বাঁচার জন্য) ঢাল স্বরূপ। (আস্ সুন্নাহ, ইবনে আবী আসেম-১০৬৫)।
* আদী বিন হাতেম (রাঃ) বলেন, মহানাবী (সাঃ) বলেছেন, তোমরা আল্লাহ্’কে ভয় কর এবং (বৈধ বিষয়ে) পরহেযগার ও নেককার আমীরের কথাও মান্য কর ও তার আনুগত্য কর। (আস্ সুন্নাহ/১০৬৯)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।