সর্বশেষঃ

সেনাবাহিনী দিয়ে বাঁধ নির্মাণের দাবী

ভোলায় বেড়ীবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৩ ও ২ নং ওয়ার্ডের সাজী কান্দী এলাকা দিয়ে বেড়িবাঁধ ছুটে প্লাবিত হয়েছে মুরাদছবুল্লাহ্, উত্তর ইলিশা, সোনাডগী ও দক্ষিন ইলিশা গ্রাম।
বৃহস্পতিবার দুপুরে এই বেড়িবাঁধ ছুটে ডুবে যায় কয়েকটি গ্রাম।
পানিতে বেড়িবাঁধ এলাকার মানুষের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া ও রাজাপুরের বিচ্ছিন্ন এলাকা রামদাসপুর, কন্দ্রকপুর, চর মোহাম্মদ আলী, ধনিয়ার কালাসুরা, বলরামসুরা, ভেদুরিয়ার চটকিমারার চর, ভেলুমিয়ার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড
সহ বিভিন্নজন গ্রাম অতি জোয়ারে প্লাবিত হয়েছে।
ভেলুমিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন খান জানান, ভেলুমিয়ার ৪,৫ ও ৬ ওয়ার্ড প্লাবিত হয়েছে।
রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন বলেন, রাজাপুরের মেদুয়া, কন্দ্রকপুর, রামদাসপুর সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, বেড়িবাঁধ ছুটে ২,৩,৪ ও ৫ নং ওয়ার্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছি এবং মাইকিং করছি আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য।
সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা হাসানুজ্জামান বলেন, পানি কমে গেলে বেড়িবাঁধ সংস্কার করা হবে।
এদিকে স্থানীয়রা সেনাবাহিনীর মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণের দাবী জানিয়েছে


এদিকে, বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। মেঘনার পানি বিপৎসীমার ১১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।