সর্বশেষঃ

উন্নত চিকিৎসার জন্য বীর মাতাকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

উন্নত চিকিৎসার জন্য বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর অসুস্থ মাতা মালেকা বেগমকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ।

ভোলা জেলার অহংকার ও দেশের সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল এর মাতা অসুস্থ মালেকা বেগমকে (৯৬) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মালেকা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হেলিকপ্টারযোগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈয়বুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই মালেকা বেগম শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও তার কিডনিজনিত সমস্যা দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। এ কারণেই তাকে আজ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম জানান, তার দাদির হাত-পা ফুলে গেছে। তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান এবং তার দাদী বীরমাতা মালেকা বেগমের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

এর আগে মঙ্গলবার দুপুরে হঠাৎ করে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাওয়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর রত্নগর্ভা মাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের মোস্তফা কামাল নগরের বাড়িতে বড় ছেলে ও নাতি-নাতনীদের সঙ্গে থাকেন মালেকা বেগম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।