সর্বশেষঃ

এঁর-ওঁর রায় থেকে দূরে থাকতে হবে

ইমাম ইবনে বাত্ত্বাহ (রহঃ) বলেন,’ কি প্রশংসনীয় সে সম্প্রদায়; যাদের বুদ্ধি অতি সূক্ষ, মস্তিস্ক অতি স্বচ্ছ, নবীর অনুসরণে যাঁদের হিম্মত অতি উচ্চ। নবীর প্রতি তাঁদের চূড়ান্ত এত মহব্বত যে, তাঁরা তাঁর এইরূপ অনুসরণ করতে প্রয়াস পেয়েছেন, অতএব ভাই সকল!তোমরা ঐ শ্রেনীর সূধীগণের পথ অনুসরণ কর এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ কর, তাহলে তোমরা সুপথ পাবে, তোমরা (আল্লাহ্’র) সাহায্য পাবে এবং তোমাদের সকল প্রয়োজন দূর হবে। (আল-ইবানাহ১/২৪৫)।
* ইবনে আব্বাছ (রাঃ) বলেন, তোমরা সুন্নাহ’তে অটল থাক এবং আসার (হদীছের) পথ অনুসরণ কর।আর বিদআত থেকে দূরে থাক। (আল-ইতিছাম, শাত্বেবী-১/১১২)।
* ইমাম আওযায়ী (রহঃ) বলেন, তুমি সালাফদের পদাঙ্ক অনুসরণ করে চল; যদিও লোকে তোমাকে প্রত্যাখ্যান করে চলে। আর এঁর-ওঁর রায় থেকে দূরে থাক; যদিও কথা দ্বারা তা তোমার জন্য সুশোভিত করে পেশ করে। (আশ্ শারীয়াহ-৬৩ প্ষ্ঠা)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।