বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
সেচ্ছাসেবী সংগঠন বিডিএসের আহবায়ক কমিটি গঠন
ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএসের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এক প্রেস বিঞ্জপ্তির মাধ্যমে জানানো হয়। বিডিএসর কমিটির মেয়াদ আগামী ২৮.০৮.২০২১ ইং উওীণ হওয়ার কথা থাকলেও সংগঠনের কার্যক্রম আরো বেগবান ও সুন্দর সুশৃঙ্খল করার স্বার্থে বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আহবায়ক করা হয়েছে মোঃ সোলায়মান মামুনকে এবং সদস্য সচিব করা হয়েছে মোঃ নবির হাসানকে । সিঃ যুগ্ন আহবায়ক করা হয়েছে-মোঃ হারুন,লাভলু হাওলাদার, মোঃ ইসমাইল হোসেন মুন্না, আলাউলিদ্দন আল আজাদ, মোঃ ইয়ারুল আলম হেলাল, আব্দুল গনি, যুগ্ন আহবায়ক করা হয়েছে-জিএম ছানাউল্ল্যাহ,মোঃ শাহারিয়ার আলম জিলন, কামাল পাশা, মোঃ আলী, ইয়ামিন হাওলাদার, মাহামুদুল হাসান শিমুল, রাজ্জাক রিয়াজ, নুরুল আমিন মাষ্টার,শহিদুল ইসলাম সাগর,১ম সিঃ সদস্য সচিব করা হয়েছে জনাব মোঃ নুরনবী হাওলাদার মনির,যুগ্ন সদস্য সচিব করা হয়েছে মিজানুর রহমান,মোঃ ফারুক, রুবেল ফখির, রমিজ উদ্নদিন রাজা,মেহেদি হাসান,তাহসান আহমেদ রানা,রাকিব হোসেন, সদস্য করা হয়েছে মুজাহিদুল ইসলাম শামীম, ডাঃ ওবায়দুল্লাহ, মোঃ রিপন, পাভেল আহমেদ দিহান, রিফাত খান জয়, ইসমাইল হোসেন সাজু,মামুনুর রশিদ টিটু,মোঃ জাফর ইসলাম, মিজানুর রহমান থোকন,জাকির হোসেন সুমন, নাহিদ খান, মোঃ হাবিবুর রহমান সহ মোট ৪১ সদস্য বিশিষ্ট। উক্ত কমিটির মেয়াদ ৯০ কার্য দিবস পর্যন্ত চলমান থাকবে। আগামাী ৯০ কার্য দিবসের মধ্যে ভোলা , বোরহানউদ্দিন, দৌলতখান উপজেলার পূনাঙ্গ কমিটি এবং লালমোহন, তজুমুদ্দিন ও চরফ্যাশন উপজেলা আহবায়ক কমটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে।