সর্বশেষঃ

মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত

লঘুচাপের প্রভাবে মনপুরায় অতি জোয়ারের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত

ভোলার মনপুরায় লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হয়ে ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিন্মাঞ্চল। ওই সমস্ত এলাকায় দিনে-রাতে দু’বেলা জোয়ারের পানি প্লাবিত হওয়ায় কমপক্ষে তিন হাজার মানুষ পনিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দূর্ভোগে পড়েছে প্লাবিত এলাকার বাসিন্দারা।
এছাড়াও মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন চরনিজাম, কলাতলীরচর ও চরশামসুদ্দিনে ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত চরাঞ্চলে ৩০ হাজারের ওপরে মানুষ বসবাস করছে বলে জানান জনপ্রতিনিধিরা। এদিকে লঘুচাপের প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্চে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।


সরেজমিনে মূল ভূ-খন্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমনগর, মাষ্টারহাট এলাকার পূর্বপাশ, হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর ও মনপুরা ইউনিয়নের পূর্ব আন্দির পাড় গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।


হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ও সাকুচিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, অতি জোয়ারে ২-৩ ফুট জোয়ারে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই সমস্ত এলাকার অনন্ত তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।


এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভিডিশন-২ এর উপ সহকারি প্রকৌশলী আবদুর রহমান জানান, লঘুচাপের কারনে মেঘনার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে নিন্মাঞ্চল ২-৩ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।