কুরআন সুন্নাহ’র অনুসরণ ও বিদ’আত বর্জন

মহান আল্লাহ্ তা’আলা বলেনঃ” হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্’কে যথার্থভাবে ভয় কর এবং তোমরা (আত্মসমর্পণকারী) মুসলিম না হয়ে মরো না। আর তোমরা সকলে আল্লাহ্’র রশি’কে দৃঢ়ভাবে ধারণ কর এবং পরষ্পর বিচ্ছিন্ন হয়ে যেয়ো না। তোমাদের প্রতি আল্লাহ্’র অনুগ্রহ’কে স্মরণ কর; তোমরা পরষ্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতি-সঞ্চার করেন। ফলে তাঁর অনুগ্রহে তোমরা পরষ্পর ভাই ভাই হয়ে গেলে।তোমরা অগ্নিকুন্ডের প্রান্তে ছিলে, অনন্তর তিনি-ই তোমাদেরকে তা হতে উদ্ধার করেন। এরূপে আল্লাহ্ তোমাদের জন্য স্বীয় নিদর্শনাবলী ব্যক্ত করেন। যাতে তোমরা সুপথপ্রাপ্ত হও। (সূরা ইমরান-১০২-১০৩)।
* আল্লাহ আরও বলেনঃআর এই পথই আমার সরল পথ।অতএব তোমরা এর অনুসরণ কর এবং অন্য পথসমূহের অনুসরণ করো না।করলে তা তোমাদের’ কে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এ বিষয়ে তিনি তোমাদের’কে এইরূপ আদেশ দিচ্ছেন, যাতে তোমরা সাবধান হও (সূরা আন’আম-১৫৩)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page