আমলসমুহ নিয়্যাতের সাথে সম্পৃক্ত

উমার ইবনু খাত্তাব (রাঃ) হতে বর্ণিত, মহানাবী (সাঃ) বলেছেন, আমালসমূহ নিয়্যাতের সাথে সম্পৃক্ত। আর মানুষ তা-ই পাবে, যা সে নিয়্যাত করবে। কাজে’ই কেউ আল্লাহ্ ও তাঁর রসূলের উদ্দেশে হিজরত করে থাকলে তার হিজরত আল্লাহ্ ও তাঁর রসূলের উদ্দেশে বলেই গণ্য হবে। আর যার হিজরত হবে দুনিয়া হাসিলের উদ্দেশে অথবা কোন নারী’কে বিয়ে করার মতলবে তার হিজরত সে উদ্দেশে বলেই গণ্য হবে। (সহীহুল বুখারী-২৫২৯; ইঃ ফাঃ২৩৬২)।
* আবূ হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি ইসলাম গ্রহনের ইচ্ছায় আপন কৃতদাসকে সাথে নিয়ে (মাদীনায়) আসছিলেন। পথে তারা পরষ্পর বিচ্ছিন্ন হয়ে পড়লেন। পরে ক্রীতদাসটি এসে পৌঁছাল।আবূ হুরারাহ (রাঃ) সে সময় নাবী (সাঃ) এর খিদমতে উপবিষ্ট ছিলেন। নবী (সাঃ) বললেন, আবূ হুরায়রাহ্! দেখো তোমার ক্রীতদাস এসে গেছে। তখন তিনি বললেন, শুনুন ! আমি আপনাকে সাক্ষি রেখে বলছি,সে মুক্ত। রাবী বলেন, (মাদীনায়) পোঁছে তিনি বললেন, কতো দীর্ঘ আর কষ্টদায়ক-ই না ছিলো হিজরতের সে রাত, তবুও তা আমাকে দারুল কূফর হতে মুক্তি দিয়েছে। (সহীহুল বুখারী-২৫৩০; ইঃ ফাঃ-২৩৬৩)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।