থানকুনি পাতার ঔষধি গুন

মোঃ মহিউদ্দিন
প্রভাষক,ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ।

 

অতি উপকারী খুবই পরিচিত থানকুনি,
অঞ্চলভেদে এর বহু নাম কেয়া,মানকি, তেতুয়া, দোলমান,ফুল বুড়ি,কেউবা ডাকে আদামনি।
থানকুনি পাতায় আছে বহু ভেষজগুণ,
সুস্থ থাকতে প্রতিদিন থানকুনি পাতা খাবেন। থানকুনি মস্তিষ্কের গঠন
তৈরি করতে সাহায্য করে,
নিয়মিত খেলে রক্ত সঞ্চালন বাড়ে।
ত্বকের মৃত কোষ রোধে খুবই উপকারী,
এর রস শুষ্ক ত্বক মসৃণ কারি।
থানকুনি পেটের রোগ নিরাময় হয়,
নিয়মিত খেলে গ্যাস্ট্রিক – আলসার
হওয়ার নেই ভয়
পূর্বে আলসার থাকলেও ভালো হয়।
পেটের ব্যথায় উপশম হয়
নিয়মিত খেলে ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ে,
চুল গজাতে সাহায্য করে।
বয়োবৃদ্ধদের বার্ধক্যজনিত দুর্বলতা
যদি অনুভূত হয় নেই আর ভয়।
নিয়মিত থানকুনি পাতা খেলে
দুর্বলতা দুর হয়।
নিয়মিত খেলে ভালো থাকে দাঁত,
ও মাড়ি ফোলা দাঁতের ব্যথা
বন্ধ হয় দাঁতের মাড়ির রক্ত পাত।
থানকুনি স্নায়ুতন্ত্রকে সবল করে
হজম শক্তি বৃদ্ধি করে।
চার চামচ থানকুনি পাতার রসে
এক চামচ মধু মিশিয়ে খেলে রক্ত পরিষ্কার হয়।
রোজ এক চামচ থানকুনি পাতার রস
গরম করে খাওয়ালে বাচ্চাদের কথা স্পষ্ট হয়।
জ্বর ও আমাশয়ে থানকুনি পাতার রস খেলে উপকার হয়।
এক চামচ থানকুনি রসের সাথে
কয়েক ফোটা হলুদের রস খাওয়ালে
লিভারের সমস্যা দূর হয়।
পুরাতন ক্ষতে থানকুনি পাতা প্রলেপ দিলে
অল্প দিনে ক্ষত সেরে যায়।
সস্তা ও সহজলভ্য থানকুনি পাতা
নিয়মিত খাবেন,
লিখে শেষ করা যাবে না এর ভেষজ গুণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।