লালমোহনে কৃষি প্রযুক্তি মেলা ও বৃক্ষ রোপন উদ্বোধন করলেন-এমপি শাওন

লালমোহনে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলা ও বৃক্ষ রোপন উদ্বোধন করছেন-এমপি শাওন

ভোলার লালমোহনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরের বরিশাল,পটুয়াখালী, ভোলা,ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ও সেচযন্ত্র বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৯ আগস্ট ২০২০ রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। সংক্ষিপ্ত আলোচনায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন-খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। বাংলাদেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ ছিল। কৃষি বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় আজ আমরা খাদ্যে সয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন পরিবেশ ভারসাম্য রক্ষায় সকলকে বৃক্ষ রোপন করতে হবে। আমাদের প্রত্যেককে কমপক্ষে একটি করে গাছ রোপন করতে হবে। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন ও বিভিন্ন নেতাকর্মীরা। সংক্ষিপ্ত অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী। অনুষ্ঠান শেষে কৃষি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এমপি শাওন।

এরপর বেলা ১১টায় লালমোহন হাজী নূরুল ইসলাম চৌধুরী মহা বিদ্যালয়ে বৃক্ষ রোপন উদ্বোধন করেন এমপি শাওন। এসময় উপস্থিত ছিলেন হাজী নূরুল ইসলাম চৌধুরী মহা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম, পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্বাছ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।