ভোলায় প্রবীর হত্যাকান্ডে জড়িত আসামীদের আটক ও বিচারের দাবিতে মানববন্ধন
ভোলায় চাঞ্চল্যকর ব্যবসায়ী প্রবীর মাঝিকে কুপিয়ে হত্যা করার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যদের নিয়ে ঔষধ ব্যবসায়ী সমিতি।
আজ রবিবার ভোলা প্রেসক্লাবের সামনে এলাকার কয়েক হাজার হিন্দু নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
এ সময় কান্নায় ভেঙে পরেন প্রবীর মাঝির পরিবার।পাশাপাশি সন্তান হত্যার বিচার চান মা কল্পনা রানী, স্ত্রী মনি রানী ও ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরু মেম্বার, সম্পাদক মোঃ হোসেন, ভাই চন্দ্র দ্বীপ মাঝি সহ অনেকে।
গত ২০শে জুন রাত সাড়ে ১১টায় ব্যবসায়ী প্রবীর মাঝি ও তার ভাইসহ মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। ঐই সময় সন্ত্রাসী সেলিম সিকদার, শাহাবুদ্দিন, বিল্লাল, সাকিলসহ ৮/৯ জন রাস্তার উপরে গাছ ফেলে পথ রোধ করে প্রবীর ও চন্দ্রদীপকে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেয়।তখন আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদেরকে হাসপাতালে ভর্তি করেন।তখন দায়িত্বরত চিকিৎসক প্রবীর মাঝিকে মৃত বলে ঘোষনা করেন।আহত চন্দ্রদীপ অল্পের জন্য বেঁচে যান।
এদিকে আসামীদের মধ্যে দুইজন আটক হয়েছে বলে জানা যায়।তবে বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওত্তায় আনতে পরিবারসহ মানববন্ধনে অংশগ্রহন করা সকলের দাবি।
উল্লেখ্য যে অপর আসামীরা মামলা তুলে নিতে প্রবীরের পরিবারকে হুমকি দিয়ে বেড়াচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানান তার পরিবার।