সেই ওসি প্রদীপ গ্রেফতার

পুলিশের গুলিতে সেনা বাহিনীর সাবেক মেজর সিনহা মোঃ রাশেদ খানের মৃত্যুর ঘটনা তার বোনের দায়ের করা মামলায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই লিয়াকত আলী এবং এসআই নন্দলাল রক্ষিতসহ, টেকনাফ থানায় মামলা গ্রহণ পূর্বক ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গতকাল বুধবার রাত ১০টার দিকে মামলাটি রুজু করা হয়। মামলা নম্বর সিআর : ৯৪/২০২০ (টেকনাফ)। দণ্ডবিধি ৩০২, ২০১ ও ৩৪ জামিন অযোগ্য ধারায় মামলাটি রুজু করার সঙ্গে, মামলার এজাহারভুক্ত সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, ‎র‌্যাব-১৫ মামলাটির তদন্তভার পেয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজরকে গুলি করে হত্যা করা হয় কক্সবাজারে টেকনাফে, সেই প্রেক্ষিতে নিহত মেজরের বোন গতকাল ৯ জনের নামে মামলা করে। তারই প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সূত্র- নাগরিক বার্তা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।